
বিনোদন ডেস্ক।।
শ্রীলেখা মিত্রের বয়স এখন ৪৬ বছর। গত আট বছর ধরে অভিনেত্রী একাই আছেন। একমাত্র মেয়েকে নিয়েই তার বেঁচে থাকা। বিয়ে করেছিলেন ২০০৩ সালে। কিন্তু ২০১৩ সালে ভেঙে যায় সেই সংসার।
ইদানীং ফেসবুক মেসেঞ্জারে তাকে বিয়ে করার জন্য বায়না ধরছেন মেয়ের বয়সী অনেক ছেলে। শ্রীলেখার মেয়ে ঐশীর বয়স এখন ১৬ বছর। তার সমসাময়িক ছেলেদের মনেও অভিনেত্রীকে পাওয়ার বাসনা জেগেছে।
ফেসবুক স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন.. কী মুশকিল, মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’
গত ২৩ নভেম্বর সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। সেটার ক্যাপশনে লিখেছিলেন- ‘মেয়ে পছন্দ?’ ওই ছবি-ক্যাপশনের সূত্র ধরে গণমাধ্যম তার কাছে জানতে চায়, বিয়ের জন্য পাত্র খুঁজছেন কিনা। জবাবে মজার ছলে তিনি জানান, নিজেকে পরখ করে দেখতে দোষ কী!
ওই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে শ্রীলেখার কাছে। কিন্তু মুশকিল হলো, অনেক তরুণ বয়সী ছেলেরাও তাকে বিয়ে করতে চাচ্ছেন।
নিজস্ব সংবাদদাতা 







































