
যশোর প্রতিনিধি।।
যশোরের বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে বিদেশি ০১ টি পিস্তল ও ০৩ টি বার্মিজ চাকুসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন, শার্শার পান্তাপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মৃত- আজগর আলীর ছেলে নূরনবী (২২)।
ডিবি পুলিশের (ওসি) রুপণ কুমার সরকার জানান, রবিবার ভোর রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বেনাপোল পোর্ট থানাধীন উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল, চাকুসহ আটক করে।
এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
নিজস্ব সংবাদদাতা 







































