
বেনাপোল প্রতিনিধি।।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক হেলাল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃতঃ মাহতাফ মোড়লের ছেলে।
রবিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করে পোর্ট থানার পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মাদক কারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশের একটি অভিযানিক দল সঙ্গীয় ফোর্স নিয়ে মেসার্স বেনাপোল ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করে থানা পুলিশ সদস্যরা।
আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব সংবাদদাতা 







































