
যশোর ব্যুরো ।।
যশোরের ঝিকরগাছায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ সদস্যরা।
সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক এসব আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ঝিকরগাছা একই থানার পুরন্দরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন (৩৭), ঘোরদাহ গ্রামের আদর খাঁ’র স্ত্রী মোছাঃ চায়না বেগম (৪৪) একই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী মোছাঃ চুনুকা বেগম (৫৫), কামরুলের স্ত্রী মোছাঃ রুমা আক্তার (৪৭), বেনেয়ালী স্কুলপাড়া শাহজাহান আলীর ছেলে আজম আলী (৩৫),নারানগালি গ্রামের আনা হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩১) ও বর্ণি গ্রামের এরশাদ আলীর ছেলে আঃ গফুর (৪৫)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গ্রেফতারকৃত আসামিরা পরোয়ানা ভুক্ত হওয়ায় তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































