
যশোর প্রতিনিধি ।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে জেলা বিএনপি। আগামী ২২ ডিসেম্বর শহরের টাউন হল ময়দানে এ গণসমাবেশের আয়োজন করা হবে।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গণসমাবেশের জন্য আমরা টাউন হল ময়দান, ঈদগাহ ময়দান ও উপশহর মাঠের জন্য পুলিশের কাছে চাহিদা দিয়েছি। তারা যেখানে অনুমোদন দিবে, আমরা সেখানে গণসমাবেশের আয়োজন করবো। এক্ষেত্রে আমরা টাউন হল মাঠের জন্য জোর লবিং চালাচ্ছি। এসময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি সমাবেশ করতে গেলেও এখন আমাদেরকে পুলিশের দ্বারস্থ হতে হয়। তারা অনুমতি না দিলে আমরা কিছুই করতে পারিনা। আমাদেরকে গ্রেপ্তার, হামলা, মামলা দিয়ে হয়রানি করা হয়। আজ আমাদের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা মিজানুর রহমান, গোলাম রেজা দুলু, নুরুন্নবী প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 







































