
ডেস্ক রিপোর্ট।।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরুগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগার ঘটনায় আহত ৬৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে ৮টার মধ্যে তাদের ভর্তি করা হয়।
আহতদের বেশিরভাগই ঝালকাঠি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মিজানুর রহমান।
তিনি জানান, ভর্তি রোগীদের মধ্যে সাত-আটটি শিশু রয়েছে। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, আহত পুরুষ, নারী ও শিশুদের সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তবে এ লঞ্চ দুর্ঘটনায় এখনো এ হাসপাতালে চিকিৎসাধীন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিজস্ব সংবাদদাতা 







































