রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ ( জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জ  উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া  গ্রামে বৃহস্পতিবার  সকালে নিজ  ঘরে  ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,    উপজেলার সাধুরপাড়া  ইউনিয়নের বাঙ্গালপাড়া  গ্রামের লাবলু মিয়ার (৩২)  স্ত্রী আলিয়া বেগম(২৮)  বুধবার  দিবাগত ভোররাতে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমান করে পরিবারের  অগোচরে গভিররাতে নিজ ঘরেই    রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত আলিয়া এক ছেলে ৪ বছর ও   সাত মাসের এক মেয়ের জননী, ।  পরে তার পরিবার ও স্থানীয় লোকজন আলিয়া বেগমকে   ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে তার পরিবার ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কামালেরবার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে    খবর দেয় পরে পুলিশ খবর  পেয়ে  কামালেরবার্ত্তী তদন্ত কেন্দ্রের  এস.আই মিজানুর রহমান  একদল পুলিশ ফোর্স ঘটানারস্থলে যান।  গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ জামালপুর   সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
 বকশীগঞ্জ থানার    ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম সম্রাট  এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
জনপ্রিয়

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল

বকশীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ০২:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ ( জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জ  উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া  গ্রামে বৃহস্পতিবার  সকালে নিজ  ঘরে  ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,    উপজেলার সাধুরপাড়া  ইউনিয়নের বাঙ্গালপাড়া  গ্রামের লাবলু মিয়ার (৩২)  স্ত্রী আলিয়া বেগম(২৮)  বুধবার  দিবাগত ভোররাতে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমান করে পরিবারের  অগোচরে গভিররাতে নিজ ঘরেই    রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত আলিয়া এক ছেলে ৪ বছর ও   সাত মাসের এক মেয়ের জননী, ।  পরে তার পরিবার ও স্থানীয় লোকজন আলিয়া বেগমকে   ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে তার পরিবার ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কামালেরবার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে    খবর দেয় পরে পুলিশ খবর  পেয়ে  কামালেরবার্ত্তী তদন্ত কেন্দ্রের  এস.আই মিজানুর রহমান  একদল পুলিশ ফোর্স ঘটানারস্থলে যান।  গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ জামালপুর   সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
 বকশীগঞ্জ থানার    ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম সম্রাট  এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।