
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের বাহুবলে আলোচিত ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিন টার দিকে হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে কারাগার প্রেরণ করেন বিজ্ঞ বিচারক।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর পৌনে ৫টার দিকে বাহুবল মডেল থানার এসআই নাজমুল-এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় কুলাউড়া উপজেলার কর্মদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
তিনি গত ২৩শে ডিসেম্বর রাতে আপন ভাতিজা মেহেরাব আল হক ফারিয়াব (২৫)কে ছুরিকাঘাতে হত্যা করে।
উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর পুত্র খালেদ আখঞ্জী (৫৮) ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
এরই জের ধরে ২৩শে ডিসেম্বর সকালে মেহেরাব আল হক ফারিয়াবের স্ত্রীর সঙ্গে চাচা শ্বশুর খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়।
একইদিন রাত প্রায় ৮টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ফারিয়াব (২৫) কে চাচা খালেদ আখঞ্জী ধরালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
মুমূর্ষু অবস্থায় মেহেরাবকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলেন, ফারিয়াবের খুনি খালেদকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
নিজস্ব সংবাদদাতা 







































