
শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল (জয়পুরহাট) ।।
জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ তলা ভবন এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
১২ (জানুয়ারী) বুধবার ক্ষেতলাল উপজেলার বড়তারা ও জিয়াপুর উচ্চ বিদ্যালয়ের পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। গ্রামীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বহুতল ভবনে রুপান্তরিত হয়েছে। গ্রামের একজন সাধারণ কৃষকের সন্তানও ভালো অবকাঠামো পেয়ে মান সম্মত শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে এখন গ্রামে গঞ্জে আধুনিক শিক্ষা বিস্তার লাভ করছে।”
এ সময় হুইপ এর সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন, তাঁর একান্ত সচিব তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম বেনু, প্রচার সম্পাদক মাসুদ রেজা, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মজিদ মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূরুনাহার গুন্নাহ্, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল্লাহ্ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা পরিষদের সদস্য আঃ হান্নান মিঠু, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, হুইপ এর রাজনৈতিক সহকারী এডভোকেট এস,এম মোরশেদ, কালাই পৌরসভার সাবেক মেয়র বেলাল তালুকদার, ক্ষেতলাল যুব মহিলালীগের সভানেত্রী শেখ রহিমা তারা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠান দুটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক/শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ও ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমূখ।
নিজস্ব সংবাদদাতা 






































