
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
চুনারুঘাট ও সুনামগঞ্জের তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ৯ সিলেট এর একটি আভিযানিক দল।
ঔষধের কার্টুনে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়কালে কালে হবিগঞ্জের চুনারুঘাট ও সুনামগঞ্জের পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৫ জানুয়ারী) গ্রেফতারকৃতদের মামলা দায়ের পুর্বক ছাতক থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়ানী (বনগাঁও) গ্রামের মকসুদ আলীর ছেলে নুর আলম ওরফে মধু, সুনামগঞ্জে দিরাইয় উপজেলার তৌতয়া গ্রামের মকসুদ আলী তালুকদারের ছেলে ইমরান তালুকদার, ছাতক উপজেলার জ্উায়াবাজার এলাকার দেবেরগাঁও গ্রামের ফয়জুল ইসলাম।
শনিবার বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেটের মিডিয়াসেল গণমা্ধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব-৯ আরো জানায়, র্যাব-৯’র সিপিসি ৩ সুনামগঞ্জের ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. ইকরামুল আহাদের নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে ছাতকের জাউয়া এলাকার লক্ষনসোম- কচুঁরগাঁও সড়কে শুক্রবার রাতে অভিযানকালে ঔষধের কার্টুনে বিশেষ কৌশলে রাখা ১১ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোনসেট (সিমসহ), গাঁজা বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
ওই সময় গাঁজা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় ইমরান,নুর আলম,ফয়জুল ইসলাম নামে পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
নিজস্ব সংবাদদাতা 







































