বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি ।।
শোরের শার্শার উলশী ইউনিয়নের ধলদা গ্রামের বড়বাড়িয়া খাল থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করেছে। পুলিশ হত্যাকারীদের আটক করতে পারেনি।

নিহত ইজিবাইক চালকের নাম শাকিব (১৯)। তিনি উপজেলার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উলশী ইউনিয়নের ধলদা গ্রামের বড়বাড়িয়া একটি খাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

স্হানীয়রা জানায়, উপজেলার ধলদা গ্রামের বড়বাড়িয়ার একটি খালে শাকিবের মৃতদেহ পড়ে ছিল। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ইজিবাইক চালক শাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

শার্শায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
বেনাপোল প্রতিনিধি ।।
শোরের শার্শার উলশী ইউনিয়নের ধলদা গ্রামের বড়বাড়িয়া খাল থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করেছে। পুলিশ হত্যাকারীদের আটক করতে পারেনি।

নিহত ইজিবাইক চালকের নাম শাকিব (১৯)। তিনি উপজেলার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উলশী ইউনিয়নের ধলদা গ্রামের বড়বাড়িয়া একটি খাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

স্হানীয়রা জানায়, উপজেলার ধলদা গ্রামের বড়বাড়িয়ার একটি খালে শাকিবের মৃতদেহ পড়ে ছিল। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ইজিবাইক চালক শাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।