বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

স্পোর্টস ডেস্ক ।।

ফুটবল বিশ্বে উন্মাদনার আরেক নাম ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দুটির লড়াই মানে পরতে পরতে উত্তেজনা আর রোমাঞ্চের ছড়াছড়ি। আর তাই এ মহারণের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব।

ফুটবল ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম এল গ্লোবো। তাদের প্রতিবেদন বলছে, ২০২২ সালেই প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। যদিও ম্যাচটির সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের জুনেই হতে পারে ম্যাচটি। আর এটি হলে আসন্ন কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ ম্যাচ। গেল বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এর আগে সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর শিরোপা ঘরে তুলেছিল মেসির আর্জেন্টিনা। যদিও এই ম্যাচের পরপরই গেল বছরের  সেপ্টেম্বরে আবারও মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচটি ২ ফেব্রুয়ারি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা এখন ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ব্রাজিল।

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা 

ফের আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

প্রকাশের সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্ক ।।

ফুটবল বিশ্বে উন্মাদনার আরেক নাম ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দুটির লড়াই মানে পরতে পরতে উত্তেজনা আর রোমাঞ্চের ছড়াছড়ি। আর তাই এ মহারণের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব।

ফুটবল ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম এল গ্লোবো। তাদের প্রতিবেদন বলছে, ২০২২ সালেই প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। যদিও ম্যাচটির সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের জুনেই হতে পারে ম্যাচটি। আর এটি হলে আসন্ন কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ ম্যাচ। গেল বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এর আগে সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর শিরোপা ঘরে তুলেছিল মেসির আর্জেন্টিনা। যদিও এই ম্যাচের পরপরই গেল বছরের  সেপ্টেম্বরে আবারও মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচটি ২ ফেব্রুয়ারি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা এখন ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ব্রাজিল।