
সাজ্জাদ হোসেন হৃদয় – কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জ জেলা শহরের হাত বাড়ালেই মিলছে বিভিন্ন মাদকদ্রব্য। শহরের বেশ কয়েকটি স্থানে প্রকাশ্য বিক্রয় হচ্ছে মাদক। এসব জায়গায় দিনরাত মাদকাসক্তদের ভিড় লেগেই থাকে। মাদক ব্যবসায়ী সিন্ডেকেট সদস্যরা এতটাই বেপরোয়া যে, স্থানীয়রা বিক্রেতাদের ভয়ে মুখ খুলতেও সাহস পায় না। র্যাবের নিয়মিত অভিযানেও থামছে মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য। র্যাব-১৪ পরিচালিত প্রতিটি অভিযানে বিপুল মাদকসহ ব্যবসায়ী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে মাদক সিন্ডিকেটের রথী-মহারথীরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শহরের প্রতিটি এলাকাতেই মাদকের ছড়াছড়ি। তবে সুনির্দিষ্ট কয়েকটি স্থানে প্রকাশ্য দিবালোকে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগ রয়েছে। এর মধ্যে রেলস্টেশন, মনিপুরঘাট, কাঁটাখালি, ব্রাহ্মণকান্দি, বত্রিশ বাসস্ট্যান্ড, গাইটাল বাসস্ট্যান্ড, খরমপট্টি এবং সিদ্ধেশরী মোড়ের দক্ষিণে রেললাইন সংলগ্ন কলোনিতে প্রকাশ্যই চলছে মাদকের রমরমা বাণিজ্য। এদিকে রেল লাইন সংলগ্ন কলোনির চিত্র সবচেয়ে ভয়াবহ। সবকটি ঘরেই চলে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক প্রকাশ্য কেনাবেচা ও সেবন। এই স্থানটিতে চিহ্নিত মাদকসেবীদের প্রকাশ্য অবাধ বিচরণের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সিদ্ধেশ্বরীবাড়ি মোড়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, এ কলোনির সবকটি ঘরেই মাদকের অভয়ারণ্য। প্রতিদিন কমপক্ষে ৪-৫’শত মাদকসেবী এই কলোনিতে এসে বিভিন্ন মাদক সংগ্রহ করে। এখান থেকে র্যাব ক্যাম্পের দূরত্ব চারশত মিটার অথচ প্রকাশ্যেই কেনাবেচা হচ্ছে মাদক। এদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই অত্যাচার ও নির্যাতন চালিয়ে সেই মুখ বন্ধ করে দেয় মাদকচক্রের লোকজন।
এদিকে শহরের স্টেশন রোডের আবাসিক হোটেলগুলো মাদক সেবনের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অভিযোগ করেছেন অনেকেই। এসব হোটেল মালিক বা কর্মচারীর যোগসাজশে এই অপকর্ম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। হোটেলের ভাড়াকৃত কক্ষেই সংগ্রহ করা মাদক নিরাপদে সেবন করে মাদকাসক্তরা। অতীতে আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করেছে কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযান না হওয়াতে সৃষ্টি হয়েছে রহস্য।
শহরে প্রকাশ্যে মাদক বেচাকেনার বিষয়ে জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) বলেন, মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সোচ্চার। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে ও অব্যাহত থাকবে। কেনাবেচা হওয়া স্থানগুলোতে দ্রুত অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয় বন্ধ করা হবে বলেও জানান তিনি।
নজরুল/বার্তাকণ্ঠ
নিজস্ব সংবাদদাতা 







































