সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কিন্ডারগার্ডেন ও কোচিং কার্যক্রম চলমান, প্রশাসন নীরব দর্শক! 

সাজ্জাদ হোসেন হৃদয় – কিশোরগঞ্জ।। 
কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর সংক্রমণ ঠেকাতে ১৩ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ আরোপের পর শুক্রবার (২১ জানুয়ারি) দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম চলমান রেখেছে জেলা শহরের অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুল ও কোচিং সেন্টার। মাঠপর্যায়ে ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে ব্যর্থতার পর এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা বাস্তবায়নে উদাসীনতা ও নীরব  দর্শকের ভূমিকা পালন করে জেলা প্রশাসন।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা কার্যক্রম চলমান আছে। কিন্টারগার্ডেন স্কুলের ভিতরে শিক্ষার্থীদের উপস্থিতিসহ বাহিরে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও গত রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের প্রতিটি এলাকায় কোচিং সেন্টারগুলোতে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং গেইটের সম্মুখের রাস্তায় অভিভাবকদের উপচে পড়া ভিড়। জানতে চাইলে এক অভিভাবক বলেন, গতবছর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ফলে বাচ্চাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের ভবিষ্যত চিন্তা করে পড়াশোনার জন্য কোচিং-এ নিয়ে এসেছি। অন্যান্য অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে তাই আমি বসে থাকলে আমার বাচ্চাটা পিছিয়ে যাবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই তাদের বাচ্চাদের মাস্ক পড়িয়ে নিয়ে এসেছে, আমি ও আমার বাচ্চাও মাস্ক পড়িয়েছি। করোনা তো শেষ হবেনা, যুদ্ধ করেই তো বেঁচে থাকতে হবে।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, করোনা সংক্রমণের বিস্তার রোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে কোন প্রতিষ্ঠান কার্যক্রম চলমান রাখলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

কিশোরগঞ্জে কিন্ডারগার্ডেন ও কোচিং কার্যক্রম চলমান, প্রশাসন নীরব দর্শক! 

প্রকাশের সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
সাজ্জাদ হোসেন হৃদয় – কিশোরগঞ্জ।। 
কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর সংক্রমণ ঠেকাতে ১৩ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ আরোপের পর শুক্রবার (২১ জানুয়ারি) দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম চলমান রেখেছে জেলা শহরের অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুল ও কোচিং সেন্টার। মাঠপর্যায়ে ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে ব্যর্থতার পর এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা বাস্তবায়নে উদাসীনতা ও নীরব  দর্শকের ভূমিকা পালন করে জেলা প্রশাসন।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা কার্যক্রম চলমান আছে। কিন্টারগার্ডেন স্কুলের ভিতরে শিক্ষার্থীদের উপস্থিতিসহ বাহিরে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও গত রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের প্রতিটি এলাকায় কোচিং সেন্টারগুলোতে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং গেইটের সম্মুখের রাস্তায় অভিভাবকদের উপচে পড়া ভিড়। জানতে চাইলে এক অভিভাবক বলেন, গতবছর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ফলে বাচ্চাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের ভবিষ্যত চিন্তা করে পড়াশোনার জন্য কোচিং-এ নিয়ে এসেছি। অন্যান্য অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে তাই আমি বসে থাকলে আমার বাচ্চাটা পিছিয়ে যাবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই তাদের বাচ্চাদের মাস্ক পড়িয়ে নিয়ে এসেছে, আমি ও আমার বাচ্চাও মাস্ক পড়িয়েছি। করোনা তো শেষ হবেনা, যুদ্ধ করেই তো বেঁচে থাকতে হবে।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, করোনা সংক্রমণের বিস্তার রোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে কোন প্রতিষ্ঠান কার্যক্রম চলমান রাখলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।