
তুমি ভালো থেকো মা
(নাঈম হোসেন)
আশিস তুমি ভালো থেকো, মা।
অসহ্য যন্ত্রণায় ছটফট করছি আমা।
তুমি রঙিন পৃথিবীতে আসবে,
মায়ের কোলে দোলা খেয়ে হাসবে,
আরও কত স্বপ্ন বুনেছিলুম বুকে,
কোলে নিয়ে সোহাগে চুমু দিব তোমাকে।
কত নওল খেলনা দিব এনে,
কত রঙিন জামা দিব কিনে।
তোমার মা পেটে নিয়ে কত কষ্ট করেছ,
প্রতিদিন কত রঙিন স্বপ্ন দেখেছে।
নাম রাখা নিয়েও কত ঝগড়া হয়েছে,
সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খেয়েছে।
তুমি সুশিক্ষায় হবে শ্রেষ্ঠ,হবে বীর!
সকল স্বপ্ন ভেঙ্গে হয়েছে চৌচির।
তুমি গেলে পরপারে চলি,
সকল স্বপ্ন তাই হল গুড়েবালি।
নামটাও রাখা আর হলনা তোমার!
মায়াভরা মুখখানা দেখছি বারবার!
মাঝেমধ্যে স্বপ্নেও দেখি কতবার,
তুমি আমার মা,কলিজার টুকরা আমার।
হেথায় খুঁজি,হোথায় খুঁজি;
হবে কি দেখা আর?
হৃদয় মাঝে করেছি পুঁজি,
কষ্টের পাহাড়।
কত কথা,কত স্মৃতি, জাগে এই মনে;
ব্যথাতুর হৃদয়, কাঁদি ক্ষণে ক্ষণে।
নিদারুণ ব্যথা দিয়ে,কোথায় গেলে চলে?
কাকে করব সোহাগ আমি,কে উঠবে কোলে?
কিছু খেতে বসেও, এখন খেতে পারিনা!
কোন নতুন জামা এনেও,পরতে পারিনা!
চারদিকে শূন্যতা করে হাহাকার।
তুমি নেই,সুখ নেই,জীবনে আমার।
তোমার মা, উনুনের মরা আঁচে, বেঁচে আছে।
প্রতিদিন প্রেশারের ওষুধ খাইতেছে।
জমানো অশ্রু ভাঙা বুকে,
কখনো কাঁদছে ধুকে-ধুকে।
আশিস তুমি থাক স্বর্গ সুখে!
তুমি নাই,তাই আছি দুঃখে!
রোজ হাশরে তোমার সাথে হবে কি দেখা?
জানিনা ললাটে সেটা আছে কি লেখা?
জান্নাতের সিঁড়িতে,দেখা দিও তুমি।
সোহাগভরে তোমায় সেদিন,দিব চুমি।
আশিস,তুমি ভালো থেকো জান্নাতে।
আল্লাহ তুমি মাকে রেখ,ফেরদৌস বেহেশতে।
তুমি ভালো থেকো মা , লেখক: নাঈম হোসেন 







































