শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানাসহ সেলো মেশিন জব্দ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত মামা-ভাগিনা ইটের ভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা ও দুইটি সেলো মেশিন জব্দ করেন।
রোববার (৩০ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের পুর্ব রামকৃষ্ণদী মামা ভাগিনা ইটভাটাকে প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা  মোতাবেকে ২ লক্ষ  টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)  তাসনিম আক্তার।  এ-সময় খিদিরপুর রাস্তার উপর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের পাইপে মাটি দিয়ে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে পাইপ ভেঙে দিয়ে একটি সেলো মেশিন ও রামকৃষ্ণদী বিলে একটি মাটিকাটার  ছাউনি ঘর পুড়িয়ে দিয়ে একটি সেলো মেশিন জব্দ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার এসআই মোহাম্মদ ইমরান খান সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  তাসনিম আক্তার বলেন, আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা  মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করি। মাটিকাটা ও অবৈধভাবে রাস্তার উপর দিয়ে বালু বহনকারী পাইপ নেওয়ার অভিযোগে  দুইটি সেলো মেশিন জব্দ করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়

নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি আখতার হোসেনের

সিরাজদিখানে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানাসহ সেলো মেশিন জব্দ 

প্রকাশের সময় : ০৬:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত মামা-ভাগিনা ইটের ভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা ও দুইটি সেলো মেশিন জব্দ করেন।
রোববার (৩০ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের পুর্ব রামকৃষ্ণদী মামা ভাগিনা ইটভাটাকে প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা  মোতাবেকে ২ লক্ষ  টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)  তাসনিম আক্তার।  এ-সময় খিদিরপুর রাস্তার উপর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের পাইপে মাটি দিয়ে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে পাইপ ভেঙে দিয়ে একটি সেলো মেশিন ও রামকৃষ্ণদী বিলে একটি মাটিকাটার  ছাউনি ঘর পুড়িয়ে দিয়ে একটি সেলো মেশিন জব্দ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার এসআই মোহাম্মদ ইমরান খান সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  তাসনিম আক্তার বলেন, আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা  মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করি। মাটিকাটা ও অবৈধভাবে রাস্তার উপর দিয়ে বালু বহনকারী পাইপ নেওয়ার অভিযোগে  দুইটি সেলো মেশিন জব্দ করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।