
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
সোমবার (৩১ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন প্রমূখ।
এ সময় ৩৬টি প্রতিষ্ঠানে ৪২টি বাইসাইকেল ও প্রত্যেক প্রতিষ্ঠানের ২০জন করে মোট ৭শ জনের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
নজরুল/বার্তাকণ্ঠ
আব্দুল আউয়াল, সদর উপজেলা (ঠাকুরগাঁও) 







































