
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় নয়টি ইউনিয়নের ৯৩টি ভোটকেন্দ্রের ৫৬৭টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নয়টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৩ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ৩৫২ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলার ৯টি ইউপিতে দলীয় প্রতীকে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে মোট ৫৩ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ছিল ২০ জন। এরমধ্যে ৯টি ইউনিয়নেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৭টি ইউনিয়নে প্রার্থী, ০৩টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী এবং ১টি ইউনিয়নে জাসদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও স্বতন্ত্র ৩৩ জন প্রার্থীর মধ্যে তিনজন বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১৩ জন, ৭টি ইউনিয়নে বিএনপি সমর্থক ১০ জন স্বতন্ত্র প্রার্থী ও বাকি ১০ জন স্বতন্ত্র প্রার্থী।
দিনভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরে ভোট গণনা শুরু হয়। টানটান উত্তেজনা শেষে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গণনার প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন। নয়টি ইউনিয়নের প্রাপ্ত ভোটের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ৫ জন বিজয়ী হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন-
জাঙ্গালিয়া ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ (মটরসাইকেল) বিজয়ী হয়েছেন।
চরফরাদী ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল মান্নান (নৌকা) বিজয়ী হয়েছেন।
বুরুদিয়া ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদা রুবেল (ঘোড়া) বিজয়ী হয়েছেন।
এগারসিন্দুর ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নূরুজ্জামান মিয়া বাবু (নৌকা) বিজয়ী হয়েছেন।
পাটুয়াভাঙ্গা ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক জুটন (আনারস) বিজয়ী হয়েছেন।
নারান্দী ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন (আনারস) বিজয়ী হয়েছেন।
হোসেন্দী ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুহাম্মদ হাদিউল ইসলাম (নৌকা) বিজয়ী হয়েছেন।
চন্ডিপাশা ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. শামছু উদ্দিন (আনারস) বিজয়ী হয়েছেন।
সুখিয়া ইউনিয়নঃ- চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল হামিদ টিটু (নৌকা) বিজয়ী হয়েছেন।
নজরুল/বার্তাকণ্ঠ
সাজ্জাদ হোসেন হৃদয়, কিশোরগঞ্জ 







































