রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রক্ষীকে মেরে সঙ্গীকে নিয়ে চিড়িয়াখানা থেকে পালালো সিংহী

ফাইল ছবি

চিড়িখানার দ্বাররক্ষীকে মেরে সিংহকে নিয়ে পালিয়েছে সিংহী। ইরানের এক চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার কারণে ইরানের আরাক শহর জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। বন্যপ্রাণ বিভাগের একটি দল এবং পুলিশ তাদের খুঁজতে কাজ করছে।

ইরানের আরাক শহরের চিড়িয়াখানায় কয়েক বছর ধরে একটি খাঁচায় রাখা হয়েছিল একটি সিংহ ও একটি সিংহীকে।

বৈজ্ঞানিক পর্যালোচনা মতে, দৈনিক ১৬ থেকে ১৮ ঘণ্টা ঘুমোয় একটি পূর্ণবয়স্ক সিংহ। কিন্তু সিংহীরা কতক্ষণ ঘুমোয় জানা নেই। সারা দিন ঘুমোতে পেরে সিংহ বিশেষ উচ্চবাচ্য না করলেও সিংহী প্রথম থেকেই হুঙ্কারে গর্জনে পাড়া মাথায় করতে থাকে। এ ভাবেই কাটে একটি বছর।

এরপর সুযোগ পেয়ে দ্বাররক্ষীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সিংহী। তার থাবায় মৃত্যু হয় দ্বাররক্ষীর। অতঃপর, ভিতরে ঘুমিয়ে থাকা সঙ্গীকে তুলে মুহূর্তে উধাও হয়ে যায় এই যুগল।

সুত্র-আনন্দবাজার

জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

রক্ষীকে মেরে সঙ্গীকে নিয়ে চিড়িয়াখানা থেকে পালালো সিংহী

প্রকাশের সময় : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

চিড়িখানার দ্বাররক্ষীকে মেরে সিংহকে নিয়ে পালিয়েছে সিংহী। ইরানের এক চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার কারণে ইরানের আরাক শহর জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। বন্যপ্রাণ বিভাগের একটি দল এবং পুলিশ তাদের খুঁজতে কাজ করছে।

ইরানের আরাক শহরের চিড়িয়াখানায় কয়েক বছর ধরে একটি খাঁচায় রাখা হয়েছিল একটি সিংহ ও একটি সিংহীকে।

বৈজ্ঞানিক পর্যালোচনা মতে, দৈনিক ১৬ থেকে ১৮ ঘণ্টা ঘুমোয় একটি পূর্ণবয়স্ক সিংহ। কিন্তু সিংহীরা কতক্ষণ ঘুমোয় জানা নেই। সারা দিন ঘুমোতে পেরে সিংহ বিশেষ উচ্চবাচ্য না করলেও সিংহী প্রথম থেকেই হুঙ্কারে গর্জনে পাড়া মাথায় করতে থাকে। এ ভাবেই কাটে একটি বছর।

এরপর সুযোগ পেয়ে দ্বাররক্ষীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সিংহী। তার থাবায় মৃত্যু হয় দ্বাররক্ষীর। অতঃপর, ভিতরে ঘুমিয়ে থাকা সঙ্গীকে তুলে মুহূর্তে উধাও হয়ে যায় এই যুগল।

সুত্র-আনন্দবাজার