
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামে প্রবাসী নিহত হয়েছেন। রবিবার (৩০ জানুয়ারি) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে নিহতের ভাই মো. ইব্রাহিম আলী বলেন, ‘আমার ভাই ১৫ দিন আগে দুবাই যান। গত বৃহস্পতিবার বিকালে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৌলভীবাজার প্রতিনিধি 






























