
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রাকিব হাসান রকি (১৭) নামে এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন।
রকি উপজেলার (পদমপুর) শালবাড়ি গ্রামের জমিরুলের ছেলে।
জানা গেছে,জমি নিয়ে রকির সঙ্গে তার বাবার কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল।সোমবার (৩১ জানুয়ারি) ঘটনার দিন সকালে বিবাদের জেরে রকি তাদের বাড়িতে বিষপান করে। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকেলে সে মারা যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন,রকি তার বাড়ি রানীশংকৈল থেকে বিষ খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে মারা যায়।এ নিয়ে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। লাশ মর্গে পোস্ট মর্টেম করে আজ মঙ্গলবার (১ফেব্রুয়ারি) তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি 







































