
রক্তভেজা ২১ ফেব্রুয়ারি
নাঈম হোসেন
রক্তভেজা ২১ ফেব্রুয়ারি।
চারদিকে শুধু লাশের সারি।
ওরা আমার মা-বোন,ভাইয়ের লাশ।
ওদের খুন পিয়ে হায়েনারা করছে উল্লাস।
থোকায় থোকায় রক্তে ভিজে গেছে ভূতল।
কত যোদ্ধা আজও ফেরেনি মায়ের কোল।
এ রক্তের মিছিল বৃথা যেতে পারেনা।
ইংরেজি উর্দু ফারসি কোনটা চাইনা।
যে ভাষার জন্য হারিয়েছি মা-বোন, ভাই।
আমরা সে বাংলা ভাষার ব্যবহার চাই।
লেখক: নাঈম হোসেন , লক্ষ্মীপুর 







































