
নিরাপদ সড়ক চাই
নাঈম হোসেন
প্রতিদিন ভোরে,
খবরের কাগজ পড়ে,
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে,
দেখি কত লোক মরে।
কত জীবনের হয় বিকলাঙ্গ,
কত চাওয়া পাওয়া হয় সাঙ্গ;
জল কিংবা স্থল পথে,
কোথাও যাতায়াত নেই নিরাপদে।
সড়ক ও নৌ আইন কয়জনে জানি,
সড়ক ও নৌ আইন কয়জনে মানি।
না জানা না মানা থেকেই হয় দুর্ঘটনা,
এমন কাজ কেহ আর করনা।
এসো ড্রাইভার কিংবা পথচারী,
সড়ক ও নৌ আইন পড়াশুনা করি,
সড়ক ও নৌ আইন মেনে যাতায়াত করি,
দুর্ঘটনা নয় নিরাপদে ফিরে যাও বাড়ি।
জীবনের চেয়ে দামি নেই কিছু আর,
দুর্ঘটনা এড়াতে নিরাপদে সড়ক হও পার।
সড়ক ও নৌ আইন জেনে মানি সকল ভাই,
দুর্ঘটনা নয় যাতায়াতে নিরাপদ সড়ক চাই।
লেখক: নাঈম হোসেন, লক্ষ্মীপুর 







































