মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক চাই

নিরাপদ সড়ক চাই 
নাঈম হোসেন 
প্রতিদিন ভোরে,
খবরের কাগজ পড়ে,
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে,
দেখি কত লোক মরে।
কত জীবনের হয় বিকলাঙ্গ,
কত চাওয়া পাওয়া হয় সাঙ্গ;
জল কিংবা স্থল পথে,
কোথাও যাতায়াত নেই নিরাপদে।
সড়ক ও নৌ আইন কয়জনে জানি,
সড়ক ও নৌ আইন কয়জনে মানি।
না জানা না মানা থেকেই হয় দুর্ঘটনা,
এমন কাজ কেহ আর করনা।
এসো ড্রাইভার কিংবা পথচারী,
সড়ক ও নৌ আইন পড়াশুনা করি,
সড়ক ও নৌ আইন মেনে যাতায়াত করি,
দুর্ঘটনা নয় নিরাপদে ফিরে যাও বাড়ি।
জীবনের চেয়ে দামি নেই কিছু আর,
দুর্ঘটনা এড়াতে নিরাপদে সড়ক হও পার।
সড়ক ও নৌ আইন জেনে মানি সকল ভাই,
দুর্ঘটনা নয় যাতায়াতে নিরাপদ সড়ক চাই।
জনপ্রিয়

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

নিরাপদ সড়ক চাই

প্রকাশের সময় : ১১:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
নিরাপদ সড়ক চাই 
নাঈম হোসেন 
প্রতিদিন ভোরে,
খবরের কাগজ পড়ে,
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে,
দেখি কত লোক মরে।
কত জীবনের হয় বিকলাঙ্গ,
কত চাওয়া পাওয়া হয় সাঙ্গ;
জল কিংবা স্থল পথে,
কোথাও যাতায়াত নেই নিরাপদে।
সড়ক ও নৌ আইন কয়জনে জানি,
সড়ক ও নৌ আইন কয়জনে মানি।
না জানা না মানা থেকেই হয় দুর্ঘটনা,
এমন কাজ কেহ আর করনা।
এসো ড্রাইভার কিংবা পথচারী,
সড়ক ও নৌ আইন পড়াশুনা করি,
সড়ক ও নৌ আইন মেনে যাতায়াত করি,
দুর্ঘটনা নয় নিরাপদে ফিরে যাও বাড়ি।
জীবনের চেয়ে দামি নেই কিছু আর,
দুর্ঘটনা এড়াতে নিরাপদে সড়ক হও পার।
সড়ক ও নৌ আইন জেনে মানি সকল ভাই,
দুর্ঘটনা নয় যাতায়াতে নিরাপদ সড়ক চাই।