
বলিউড ইন্ডাস্ট্রিতে শুক্রবার (৪ জানুয়ারি) একটি ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ সেই ছবিতে স্ত্রী জেনেলিয়া দেশমুখের সঙ্গে গর্ভাবস্থায় দেখা গেছে অভিনেতা রীতেশ দেশমুখকেও।
প্রথমবার কোনও বলিউড অভিনেতাকে এমন লুকে দেখা গেল। তাই আলোচনা হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু রীতেশের এই লুকের রহস্য কী? এমন প্রশ্নে হইচই লেগে গেছে ভক্তদের মাঝে। কিন্তু বাস্তবে রিতেশ-জেনেলিয়া কেউই গর্ভধারণ করেননি। দুই সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার।
মূলত প্রায় দেড় দশক পর জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন রীতেশ-জেনেলিয়া জুটি। তাদের সিনেমার নাম ‘মিস্টার মাম্মি’। আলোচনায় আসা পোস্টারটি এই সিনেমার। যেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রীতেশ ও জেনেলিয়া। সিনেমাটিতে জেনেলিয়ার পাশাপাশি রীতেশকেও গর্ভধারণ করতে দেখা যাবে।
রোমান্টিক-কমেডি ঘরানার ‘মিস্টার মাম্মি’ সিনেমাটি পরিচালনা করছেন শাদ আলি। শুক্রবার সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ্যে আসে।
২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমায় অভিনয় করতে গিয়েই বন্ধুত্ব গড়ে ওঠে রীতেশ ও জেনেলিয়ার। সেখান থেকেই প্রেম এবং পরে ২০১২ সালে বিয়ে করেন তারা। শেষবার ‘তেরে নাল লাভ হো গ্যায়া’ সিনেমায় রীতেশের বিপরীতেই দেখা গিয়েছিল জেনেলিয়াকে।
বিনোদন ডেস্ক 







































