
কিশোরগঞ্জে এতিম-অসহায় শিশুদের কাছে শীতের পিঠা-পুলির স্বাদ পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যতিক্রমী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে ব্যতিক্রমী এ পিঠা উৎসবের আয়োজন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট হামিদুল আলম চৌধুরী নিউটন। এতে ৮ রকমের পিঠার স্বাদ আনন্দভরে গ্রহণ করে সরকারি শিশু পরিবারের ১০০ এতিম শিশু।
ব্যতিক্রমী এ পিঠা উৎসব আয়োজনের ফলে সরকারি শিশু পরিবারের এতিম বালিকাদের মাঝে ছড়িয়ে পড়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। পিঠা উৎসবে এড. হামিদুল আলম চৌধুরী নিউটন ছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, এস ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, জেলা উইমেন চেম্বারের সভানেত্রী ফাতেমা জোহরা আক্তার, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তাসফিয়া তানজিম স্নিগ্ধা, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু প্রমুখসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান সরকারি শিশু পরিবার বালিকার এতিম শিশুদের জন্য পিঠা উৎসবের আয়োজন করায় এডভোকেট হামিদুল আলম চৌধুরী নিউটনকে ধন্যবাদ জানান। আগামী দিনেও এতিম অসহায় শিশুদের নিয়ে পিঠা উৎসবের এ আয়োজন অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন এডভোকেট হামিদুল আলম চৌধুরী নিউটন।
বার্তাকণ্ঠ/এন
সাজ্জাদ হোসেন হৃদয়, কিশোরগঞ্জ 






































