শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির জাদুতে পিএসজির বড় জয়

ছবি: সংগৃহীত

অনেক সমালোচনার পর নতুন বছরে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার অনবদ্য পারফরম্যান্সে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন লিলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

দলের বড় জয়ে এক গোল ও এক অ্যাসিস্ট মেসির। আর পুরো মৌসুমের মতো খেলার রাশ টেনেছেন এই খুদে জাদুকরই। সব মিলিয়ে বছরের সেরা পারফরম্যান্স এসেছে তার পা থেকে।

দানিলো পেরেরা, প্রেসনেল কিম্পপেম্বে ও মেসির গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। নিজ মাঠে লিলের হয়ে সান্ত্বনার গোল আসে এসভেন বোটমানের পা থেকে।

কিমপেম্বের গোলে সরাসরি অ্যাসিস্ট ছিল মেসির।

দ্বিতীয়ার্ধে আরও একটি গোল আদায় করে নেন দানিলো। আর দলের বড় জয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে।

সব মিলিয়ে চ্যাম্পিয়নদের উড়িয়ে দারুণভাবে গত মৌসুমে শিরোপা হারানোর প্রতিশোধটা নিল পিএসজি।

ম্যাচ শেষে অবশ্য সব আলোচনা ছিল মেসিকে ঘিরেই। তবে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানান যে মেসির সামর্থ্য নিয়ে তার কখনই কোনো শঙ্কা ছিল না। তিনি জানতেন সর্বকালের সেরা খেলোয়াড় ঠিকই লিগে জ্বলে উঠবেন।

জনপ্রিয়

যশোর শহরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মেসির জাদুতে পিএসজির বড় জয়

প্রকাশের সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

অনেক সমালোচনার পর নতুন বছরে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার অনবদ্য পারফরম্যান্সে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন লিলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

দলের বড় জয়ে এক গোল ও এক অ্যাসিস্ট মেসির। আর পুরো মৌসুমের মতো খেলার রাশ টেনেছেন এই খুদে জাদুকরই। সব মিলিয়ে বছরের সেরা পারফরম্যান্স এসেছে তার পা থেকে।

দানিলো পেরেরা, প্রেসনেল কিম্পপেম্বে ও মেসির গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। নিজ মাঠে লিলের হয়ে সান্ত্বনার গোল আসে এসভেন বোটমানের পা থেকে।

কিমপেম্বের গোলে সরাসরি অ্যাসিস্ট ছিল মেসির।

দ্বিতীয়ার্ধে আরও একটি গোল আদায় করে নেন দানিলো। আর দলের বড় জয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে।

সব মিলিয়ে চ্যাম্পিয়নদের উড়িয়ে দারুণভাবে গত মৌসুমে শিরোপা হারানোর প্রতিশোধটা নিল পিএসজি।

ম্যাচ শেষে অবশ্য সব আলোচনা ছিল মেসিকে ঘিরেই। তবে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানান যে মেসির সামর্থ্য নিয়ে তার কখনই কোনো শঙ্কা ছিল না। তিনি জানতেন সর্বকালের সেরা খেলোয়াড় ঠিকই লিগে জ্বলে উঠবেন।