
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবা ও মদ বিক্রিতে বাঁধা দেয়ায় মাদককারবারীদের হামলায় দুই নারী আহত হয়েছে।
আহত দুই নারী হলেন, ওই এলাকার সোনা মিয়ার মেয়ে মর্তুজা বেগম (২৫) ও আজগর আলীর স্ত্রী মিনা আকতার(২৮)।
খবর পেয়ে পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) শেখ ফরিদের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের কে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শীলখালী কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মর্তুজা জানিয়েছেন,পাড়ায় ইয়াবা ও মদ বিক্রিতে আমার বাবা সোনা মিয়া বাঁধা দিলে মিনা ও তার স্বামী আজগরসহ কয়েকজন মাদককারবারী মিলে আমার উপর হামলা করে আমাকে আহত করে। আমাকে উদ্ধার করতে আমার পিতা এগিয়ে আসলে তাকেও হামলা করে এই মাদককারবারীরা। গতকালও চেয়ারম্যানকে মাদক বিক্রেতাদের তথ্য দেয়ায় তাদের হামলায় হাতের আঙ্গুল কেটে যায়।
পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) শেখ ফরিদ জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি।
বার্তাকিণ্ঠ/এন
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি 







































