বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জায়েদ প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে ১৮ সংগঠনের জরুরি বৈঠক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারন করে দেবে আদালত।

এরমধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন নিপুণ।

তবে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ৷ আগামীকাল শুনানি শেষে আসবে রায়।

এদিকে জায়েদ খানকে ঘিরে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে চলচ্চিত্র পাড়া এফডিসিতে।
মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) এফডিসিতে প্রবেশ করে জানা গেল, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দদের প্রবেশ করতে না দেওয়াসহ নানান ইস্যুতে তার উপর নাখোশ চলচ্চিত্রের সংগঠনগুলো। তাদের নেতারা আজ বসেছেন জরুরি বৈঠকে।

প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।

জানা গেছে, বৈঠক থেকে জায়েদ খানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে৷ এমনকি তাকে চলচ্চিত্র থেকে আজীবন অবাঞ্চিত ঘোষণা করা হতে পারে।

জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

জায়েদ প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে ১৮ সংগঠনের জরুরি বৈঠক

প্রকাশের সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারন করে দেবে আদালত।

এরমধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন নিপুণ।

তবে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ৷ আগামীকাল শুনানি শেষে আসবে রায়।

এদিকে জায়েদ খানকে ঘিরে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে চলচ্চিত্র পাড়া এফডিসিতে।
মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) এফডিসিতে প্রবেশ করে জানা গেল, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দদের প্রবেশ করতে না দেওয়াসহ নানান ইস্যুতে তার উপর নাখোশ চলচ্চিত্রের সংগঠনগুলো। তাদের নেতারা আজ বসেছেন জরুরি বৈঠকে।

প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।

জানা গেছে, বৈঠক থেকে জায়েদ খানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে৷ এমনকি তাকে চলচ্চিত্র থেকে আজীবন অবাঞ্চিত ঘোষণা করা হতে পারে।