
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক পথচারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
অ্যাম্বুলেন্স চালক মোঃ ফজলু মুন্সিকে আটকসহ গাড়িটি জব্দ করেছে হাইওয়ে ফাঁড়ির পুলিশ।
এ ব্যাপারে গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজালাল বাবুল জানান, অজ্ঞাত এক পথচারীর রাস্তা পারাপারের সময় একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঘাতক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 



































