
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১২টায় উপজেলা কনফারেন্স রুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভাপতি মুনমুন জাহান লিজা বলেন, উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, উপজেলার সবাইকে করোনার টিকা গ্রহন করতে উদ্বদ্ধ করা। বাল্যবিয়ে ও নারী নির্যাতন ,চোরা চালান, মাদক,জুয়া বিষয়ে ও উপজেলা সদরে যানজট দুরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, । এছাড়া উপজেলার সার্বিক আইন পরিস্থতি নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান, , থানার অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দি, উপজেলা মহিলা ভাইসচেয়াম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, জুম্মান তালুকদার, পল্লীবিদু্্যৎ ডিজিএম জয় প্রকাশ নন্দী, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমাস, বাট্রাজোর ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।
বার্তা/এন
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি 






































