বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সখীপুর প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত ক‌মি‌টির অ‌ভি‌ষেক

টাঙ্গাই‌লের সখীপুর প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত ক‌মি‌টির অ‌ভি‌ষেক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার প্রেসক্লাব মিলনায়ত‌নে অ‌ভিষেক অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড‌ভো‌কেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হ‌য়ে নব‌নির্বা‌চিত ক‌মি‌টির সদস্য‌দের ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।
অ‌ভি‌ষেক অনুষ্ঠা‌নে প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল গফু‌রের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, চর্যাপদ গবেষক প্র‌ফেসর আলীম মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ইউনিয়ন পরিষদের (ইউ‌পি) চেয়ারম্যান এসএম কামরুল হাসান, আ‌তিকুর রহমান, আনছার আলী আ‌সিফ, দুলাল হো‌সেন, ওয়াদুদ হো‌সেন, নূ‌রে আলম মুক্তা, মির্জা রা‌জিক, কেবিএম রুহুল আমীন প্রমুখ।
এ ছাড়া শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নের শিক্ষক, সংস্কৃ‌তিকর্মীসহ নানা শ্রে‌ণি-‌পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বার্তা/এন
জনপ্রিয়

বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক

সখীপুর প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত ক‌মি‌টির অ‌ভি‌ষেক

প্রকাশের সময় : ০৯:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
টাঙ্গাই‌লের সখীপুর প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত ক‌মি‌টির অ‌ভি‌ষেক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার প্রেসক্লাব মিলনায়ত‌নে অ‌ভিষেক অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড‌ভো‌কেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হ‌য়ে নব‌নির্বা‌চিত ক‌মি‌টির সদস্য‌দের ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।
অ‌ভি‌ষেক অনুষ্ঠা‌নে প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল গফু‌রের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, চর্যাপদ গবেষক প্র‌ফেসর আলীম মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ইউনিয়ন পরিষদের (ইউ‌পি) চেয়ারম্যান এসএম কামরুল হাসান, আ‌তিকুর রহমান, আনছার আলী আ‌সিফ, দুলাল হো‌সেন, ওয়াদুদ হো‌সেন, নূ‌রে আলম মুক্তা, মির্জা রা‌জিক, কেবিএম রুহুল আমীন প্রমুখ।
এ ছাড়া শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নের শিক্ষক, সংস্কৃ‌তিকর্মীসহ নানা শ্রে‌ণি-‌পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বার্তা/এন