
কক্সবাজার টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যংপাড়া ১ নংওয়ার্ড এলাকায় র্যাব অভিযান চালিয়ে ইউনুস প্রকাশ ইনিয়া ( ৩৫ ) নামে একজনকে আটক করেছে।
তিনি টেকনাফ পৌরসভা উত্তর নাইট্যংপাড়া ১ নং ওয়ার্ডের এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
র্যাব -১৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন উত্তর নাইট্যংপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজারগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ে একজন অবস্থান করছে এমন সংবাদে র্যাব -১৫ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ /আইস উদ্ধার করেন।
আটকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দিয়ে টেকনাফ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তা/এন
শহিদ উল্লাহ, টেকনাফ প্রতিনিধি 



































