
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর টিটিসির সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম সবুজ প্রামানিক (৩২)। তিনি পাংশার যশাই ইউনিয়নের রতন প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবুজ বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলো। এসময় একটি দ্রুতগামি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পৌছানোর কিছু সময় পর সবুজ মারা যায়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান জানান, ঘাতক প্রাইভেটকারটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহটি সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তা/এন
রাজবাড়ী প্রতিনিধি ।। 






































