বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে নিখোঁজ ৫ জেলের সন্ধান এখনো মেলেনি

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে ফিশিং বোট ড়–বিতে নিখোঁজ পাঁচ জেলের সন্ধান নয় দিনেও মেলেনি। দুবলা ফিসারমেন গ্রুপ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাগরে তল্লাশি অভিযান বন্ধ ঘোষণা করেছে ।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, গত চার ফেব্রæয়ারী রাতে বঙ্গোপসাগরে আকষ্মিক ঝড়ে ২৫ ফিশিংবোট ডুবে দুবলা আলোরকোলের তিন শুঁটকি জেলেসহ ১২ জন জেলে নিখোঁজ হয় এর মধ্যে গত সাতদিনে ৭ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৯ দিন ধরে তল্লাশী চালিয়েও নিখোঁজ অপর ৫ জেলের খোঁজ পাওয়া যায়নি । নিখোঁজ ৫ জেলেরা হচ্ছে চাকলা সাতক্ষীরার মিজান (৩৫), রামপালের শাহিন (৪০) এবং বাগেরহাটের বগার ফিশিংবোট মা-বাবার দোয়ার জেলে আবু বক্কর মোল্লা (৩২) ও বাবুল হাওলাদার (৪০) তুষখালীর ফিশিংবোট জামিলার জেলে বাচ্চু (৩৮) । এ সকল জেলে আর বেঁচে নেই বলে আশংকা প্রকাশ করেন ফিসারমেন গ্রæপের সভাপতি ।
কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলা মিডিয়া সূত্র জানায়, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোষ্টগার্ডের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

 

বার্তা/এন

জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

বঙ্গোপসাগরে নিখোঁজ ৫ জেলের সন্ধান এখনো মেলেনি

প্রকাশের সময় : ১০:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

বঙ্গোপসাগরে ফিশিং বোট ড়–বিতে নিখোঁজ পাঁচ জেলের সন্ধান নয় দিনেও মেলেনি। দুবলা ফিসারমেন গ্রুপ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাগরে তল্লাশি অভিযান বন্ধ ঘোষণা করেছে ।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, গত চার ফেব্রæয়ারী রাতে বঙ্গোপসাগরে আকষ্মিক ঝড়ে ২৫ ফিশিংবোট ডুবে দুবলা আলোরকোলের তিন শুঁটকি জেলেসহ ১২ জন জেলে নিখোঁজ হয় এর মধ্যে গত সাতদিনে ৭ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৯ দিন ধরে তল্লাশী চালিয়েও নিখোঁজ অপর ৫ জেলের খোঁজ পাওয়া যায়নি । নিখোঁজ ৫ জেলেরা হচ্ছে চাকলা সাতক্ষীরার মিজান (৩৫), রামপালের শাহিন (৪০) এবং বাগেরহাটের বগার ফিশিংবোট মা-বাবার দোয়ার জেলে আবু বক্কর মোল্লা (৩২) ও বাবুল হাওলাদার (৪০) তুষখালীর ফিশিংবোট জামিলার জেলে বাচ্চু (৩৮) । এ সকল জেলে আর বেঁচে নেই বলে আশংকা প্রকাশ করেন ফিসারমেন গ্রæপের সভাপতি ।
কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলা মিডিয়া সূত্র জানায়, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোষ্টগার্ডের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

 

বার্তা/এন