
জামালপুরের বকশীগঞ্জে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ পেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মফিজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ সভাপতি নুরুল আমিন ফুরকান, উপজেলা ‘আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা/এন
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ(জামালপুর) 




































