
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ ও কল্যাণ তহবিল হতে চিকিৎসা সহায়তার পাঁচ লক্ষ টাকার চেক পেলেন কিডনি রোগে আক্রান্ত রোগী সাজেদা বেগম। পাঁচ লক্ষ টাকার ওই চেকটি গ্রহন করেন তার স্বামী কাউন্সিলর খলিলুর রহমান কাজী।
হুইপ স্বপনের প্রতিনিধি হিসেবে তাকে এই চেক তুলে দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা।
জানা গেছে, ক্ষেতলাল পৌরসভার ৩নং ওয়ার্ডের ধনকুড়াইল গ্রামের স্থায়ী বাসিন্দা ও ওই ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান কাজী’র সহধর্মিণী সাজেদা বেগম দীর্ঘদিন ধরে কিডনি সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত। পরিবারের সামর্থ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করিয়ে আসছিল পরিবারটি। এমতাবস্থায় কাউন্সিল খলিলুর রহমান কাজী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তার সহধর্মিণীর সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে একটি লিখিত আবেদন করেন। তাতে জোর সুপারিশ করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে তাকে আর্থিক সহায়তা হিসেবে এককালীন পাঁচ লক্ষ টাকার একটি চেক পাঠিয়ে দেন।
১৫ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হুইপ স্বপন এর প্রতিনিধি হিসেবে উক্ত চেক কাউন্সিলর খলিলুর রহমান এর হাতে হস্তান্তর করেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মজিদ মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌরমেয়র সিরাজুল ইসলাম বুলু, হুইপের রাজনৈতিক সহকারী এ্যাডভোকেট এস.এম. মোরশেদ।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবু মুসা আশারী কিং, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, ব্যবসায়ী মিঠু সহ প্রমুখ।
সহায়তার চেক হাতে পেয়ে কাউন্সিলর খলিলুর রহমান কাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বার্তা/এন
শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল (জয়পুরহাট) 







































