
রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিরাজ খাঁর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ১৭৫লিটার দেশীয় চোলাই মদসহ ব্যাটারী চালিত দুটি ইজিবাইক, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সিমকার্ডসহ দুটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রাজবাড়ীর রসুলপুর এলাকার মো. সোহরাব সরদারের ছেলে মো. গোলাম মওলা (১৮) এবং আজিম উদ্দিন সরকার পাড়ার মো. কোবাদ মোল্লার ছেলে মো.ফিরোজ মোল্লা (১৮)।
বুধবার রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৮ সিপিসি ফরিদপুর ক্যাম্প।
পরবর্তীতে উদ্ধারকৃত চোলাই মদসহ ধৃত আসামীদ্বয়কে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে এ সংক্রান্তে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বার্তা/এন
প্রতিনিধি, রাজবাড়ী 

































