
বেনাপোল কাগজপুকুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে সরঞ্জামসহ একাধিক মামলার ৮ আসামিকে আটক করেছে পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) খুব ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নওশের আলীর ছেলে রুবেল হোসেন (২৭), মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৫), মৃত হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন তুষার (২৬), মৃত ছলেমান মন্ডলের ছেলে আনার আলী (৫৪), মৃত মোসলেম মোড়লের ছেলে টিটু হোসেন (২৯) ও ভবের বেড় গ্রামের হায়দার আলীর ছেলে সজল হোসেন (২৫), মৃত শাহনুর রহমানের সাইফুল ইসলাম চঞ্চল (৩৭),আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী (৩৫)।
এব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন খবর পেয়ে বেনাপোল কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। মাদক, খুন, চোরচালান ও মারামারিসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো সোপর্দ করা হয়েছে।
বার্তা/এন
বেনাপোল প্রতিনিধি 






































