বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর কঠোর হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১০১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে বলেছেন, পদত্যাগ না করলে মিটিং-মিছিল-স্লোগান আর প্রতিরোধে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নিশিরাতের সরকারের বিদায়ের ক্ষণগণনা চলছে। আওয়ামী দুঃশাসনের ভয়ংকর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, গুম-অপহরণ-দুঃশাসন চালিয়ে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার পরিণতি হবে ভয়ংকর। সেদিন বেশি দূরে নয়- যেদিন গুম, খুন অপহরণের শিকার পরিবারগুলোর শোকার্তরা কাফনের কাপড় পরে স্বজনদের খোঁজে গণভবনের দিকে রওনা দেবে।

রিজভী বলেন, বাংলাদেশকে ঘিরে ধরেছে অদ্ভুত এক রহস্যময় আঁধার। রাষ্ট্র ও সরকারে কোথায় কী হচ্ছে, সব কিছুতেই অস্পষ্টতা ও রহস্যময়তা।

জনপ্রিয়

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আকাশ গ্রেপ্তার

রিজভীর কঠোর হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে বলেছেন, পদত্যাগ না করলে মিটিং-মিছিল-স্লোগান আর প্রতিরোধে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নিশিরাতের সরকারের বিদায়ের ক্ষণগণনা চলছে। আওয়ামী দুঃশাসনের ভয়ংকর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, গুম-অপহরণ-দুঃশাসন চালিয়ে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার পরিণতি হবে ভয়ংকর। সেদিন বেশি দূরে নয়- যেদিন গুম, খুন অপহরণের শিকার পরিবারগুলোর শোকার্তরা কাফনের কাপড় পরে স্বজনদের খোঁজে গণভবনের দিকে রওনা দেবে।

রিজভী বলেন, বাংলাদেশকে ঘিরে ধরেছে অদ্ভুত এক রহস্যময় আঁধার। রাষ্ট্র ও সরকারে কোথায় কী হচ্ছে, সব কিছুতেই অস্পষ্টতা ও রহস্যময়তা।