
রাজবাড়ীর গোয়ালন্দে ৭শত পিস ইয়াবাসহ মো. রানা মোল্লা (৩৩) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। সে ওই ওয়ার্ডের সাকের ফকির পাড়ার মো. মজিবর রহমানের ছেলে।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম পৌরসভার সাকের ফকির পাড়ায় আসামীর নিজ বসতঘর থেকে মো. রানা মোল্লাকে ৭শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তা/এন
রাজবাড়ী প্রতিনিধি 






































