সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রাস্তায় আলু ফেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ আলু চাষী ও ব্যবসায়ীরা।
এ সময় বক্তব্য দেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্য বলেন, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও দাম না পাওয়ায় আলু চাষীরা অনেক খতিগ্রস্থ। এদিকে আলু সংরক্ষণের জন্য যদি ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে কৃষকদের অবস্থা কি হবে। গেল বছর হিমাগার মালিকরা ৭০ কেজি আলুর বস্তায় ভাড়া ছিল ২৫০ টাকা। এ বছর ৫০ কেজির বস্তায় ভাড়া বাড়িয়ে নির্ধারণ করেছে ২৬০ টাকা। এতে ক্ষতির মুখে পরেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। অবিলম্বে এই ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
বার্তা/এন
জনপ্রিয়

গোগার গোপালপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ঠাকুরগাঁওয়ে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
ঠাকুরগাঁওয়ে আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রাস্তায় আলু ফেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ আলু চাষী ও ব্যবসায়ীরা।
এ সময় বক্তব্য দেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্য বলেন, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও দাম না পাওয়ায় আলু চাষীরা অনেক খতিগ্রস্থ। এদিকে আলু সংরক্ষণের জন্য যদি ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে কৃষকদের অবস্থা কি হবে। গেল বছর হিমাগার মালিকরা ৭০ কেজি আলুর বস্তায় ভাড়া ছিল ২৫০ টাকা। এ বছর ৫০ কেজির বস্তায় ভাড়া বাড়িয়ে নির্ধারণ করেছে ২৬০ টাকা। এতে ক্ষতির মুখে পরেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। অবিলম্বে এই ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
বার্তা/এন