
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শ্রীনগর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীনগর প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দ। শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েলের নেতৃত্বে বর্তমান কার্যকরি পরিষদ শ্রীনগর প্রেসক্লাবের পক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন।রাত বারোটা এক মিনিটে রাতে নিরবতা ভেঙে মুহূর্তে জনতার কোলাহল আর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটিতে মুখরিত হয় গোটা এলাকা। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষের শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনের পরপরেই শ্রদ্ধা নিবেদন করেন শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও শ্রীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ । অন্যান্নের মাঝে উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শাহ আলম ইসলাম নিতুল, সাংগঠনিক সম্পাদক, আব্দুর রকিব, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস, তথ্য ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম রনি, সাংস্কৃত্যিক সম্পাদক সাইফুল ইসলাম শিপু।
বার্তা/এন
শহিদ শেখ, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 







































