বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুবলারচরে পাচঁ সহস্রাধিক জেলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

লোকালয়ের বাইরে সুদুর বঙ্গোপসাগরের দুবলারচরে পাচঁ সহস্রাধিক জেলে মৎস্যজীবি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। স্বাধীনতার পঞ্চাশ বছরে এবারই প্রথমবারের মতো আলোরকোলে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন শহিদ মিনার ।
দুবলা ফিসারমেন গ্রæপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে সোমবার দুপুরে মোবাইল ফোনে জানান, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে এবারই প্রথম দুবলা ফিসারমেন গ্রæপ ও সুন্দরবন বিভাগ দুবলারচরে দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মাণপূর্বক যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১ ফেব্রæয়ারী পালনের জন্য বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে । কর্মসূচীর মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরী ও আলোচনা সভা ।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আলোরকোলে নির্মীত শহিদ মিনারে প্রথমে বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, পরে দুবলা ফিসারমেন গ্রæপ, বন বিভাগ, জেলে, আলোরকোলের ব্যবসায়ীবৃন্দ, নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরের মৎস্যজীবিরা শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। খুলনা থেকে নানা বর্ণের ফুল কিনে এনে মৎস্যজীবি জেলেরা আলোরকোলের শহিদ মিনার ফুলে ফুলে ঢেকে দেয় বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

বার্তা/এন

জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

দুবলারচরে পাচঁ সহস্রাধিক জেলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশের সময় : ০৭:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

লোকালয়ের বাইরে সুদুর বঙ্গোপসাগরের দুবলারচরে পাচঁ সহস্রাধিক জেলে মৎস্যজীবি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। স্বাধীনতার পঞ্চাশ বছরে এবারই প্রথমবারের মতো আলোরকোলে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন শহিদ মিনার ।
দুবলা ফিসারমেন গ্রæপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে সোমবার দুপুরে মোবাইল ফোনে জানান, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে এবারই প্রথম দুবলা ফিসারমেন গ্রæপ ও সুন্দরবন বিভাগ দুবলারচরে দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মাণপূর্বক যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১ ফেব্রæয়ারী পালনের জন্য বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে । কর্মসূচীর মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরী ও আলোচনা সভা ।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আলোরকোলে নির্মীত শহিদ মিনারে প্রথমে বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, পরে দুবলা ফিসারমেন গ্রæপ, বন বিভাগ, জেলে, আলোরকোলের ব্যবসায়ীবৃন্দ, নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরের মৎস্যজীবিরা শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। খুলনা থেকে নানা বর্ণের ফুল কিনে এনে মৎস্যজীবি জেলেরা আলোরকোলের শহিদ মিনার ফুলে ফুলে ঢেকে দেয় বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

বার্তা/এন