শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় হাসিনা (৪০) নামে এক পথচারীর নিহত হয়েছে।
নিহত হাসিনা উপজেলার পশ্চিম গোঁয়ালগাও এলাকার শাহ আলীর স্ত্রী।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকায় তিনানী পাড়া  হাইওয়ে রোডে এই দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) হান্নান শেখ জানান, ওই সময় হাসিনা নামের একজন রাস্তা পাড়াপাড়ের সময় অটোর সঙ্গে ধাক্কা লাগে । এতে হাসিনা গুরুতর আহত হয়। ধাক্কা লাগায়  অটোরিক্সাটি  নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে  ডুবায় পরে যায় এতে ৫ জন আহত হয় তবো দুইজন গুরুতর আহত হয়। ঘটনারস্থল থেকে আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ সদর হসপিটালে পাঠানো হয়।  পরে কর্তব্যরত চিকিৎসক  হাসিনা ও মল্লিকা নামের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে হাসিনাকে   শেরপুর সদর হসপিটালে   পাঠায় সেখান থেকে হাসিনাকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পাঠালে পথেই হাসিনার মৃত্যু হয়।
বার্তা/এন
জনপ্রিয়

ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন সিদ্ধান্ত তাকেই নিতে হবে

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

প্রকাশের সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় হাসিনা (৪০) নামে এক পথচারীর নিহত হয়েছে।
নিহত হাসিনা উপজেলার পশ্চিম গোঁয়ালগাও এলাকার শাহ আলীর স্ত্রী।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকায় তিনানী পাড়া  হাইওয়ে রোডে এই দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) হান্নান শেখ জানান, ওই সময় হাসিনা নামের একজন রাস্তা পাড়াপাড়ের সময় অটোর সঙ্গে ধাক্কা লাগে । এতে হাসিনা গুরুতর আহত হয়। ধাক্কা লাগায়  অটোরিক্সাটি  নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে  ডুবায় পরে যায় এতে ৫ জন আহত হয় তবো দুইজন গুরুতর আহত হয়। ঘটনারস্থল থেকে আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ সদর হসপিটালে পাঠানো হয়।  পরে কর্তব্যরত চিকিৎসক  হাসিনা ও মল্লিকা নামের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে হাসিনাকে   শেরপুর সদর হসপিটালে   পাঠায় সেখান থেকে হাসিনাকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পাঠালে পথেই হাসিনার মৃত্যু হয়।
বার্তা/এন