মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ হামলায় যা বললেন এরদোয়ান

সংগৃহীত ছবি

ইউক্রেনে রাশিয়ার চালানো সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করছি।


তিনি এই অভিযানকে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় ধরনের আঘাত’ বলে অভিহিত করেছেন।

রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় ৪০ জনেরও বেশি ইউক্রেনিয়ান সৈন্য নিহত হয়েছেন। অভিযানের প্রথম ঘণ্টায় ১০ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার ৫০ সেনাকে হত্যার খবর প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ছাড়া আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় তারা। এ নিয়ে ৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল তারা।

এএফপি জানায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শচস্তিয়া নিয়ন্ত্রণে আছে। খারকিভ শহরে ‘রাশিয়ান দখলদারদের’ ৪টি ট্যাঙ্ক পোড়ানো হয়েছে। এ সময় ৫০ জন রাশিয়ান সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তারা।

এ ছাড়া এ পর্যন্ত রাশিয়ার ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, খুব ভালোভাবে ক্রামাতোরস্কে তারা রাশিয়ান সেনাদের রুখে দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর এ দাবি উড়িয়ে দিয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

জনপ্রিয়

ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

ইউক্রেনে রুশ হামলায় যা বললেন এরদোয়ান

প্রকাশের সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
ইউক্রেনে রাশিয়ার চালানো সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করছি।


তিনি এই অভিযানকে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় ধরনের আঘাত’ বলে অভিহিত করেছেন।

রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় ৪০ জনেরও বেশি ইউক্রেনিয়ান সৈন্য নিহত হয়েছেন। অভিযানের প্রথম ঘণ্টায় ১০ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার ৫০ সেনাকে হত্যার খবর প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ছাড়া আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় তারা। এ নিয়ে ৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল তারা।

এএফপি জানায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শচস্তিয়া নিয়ন্ত্রণে আছে। খারকিভ শহরে ‘রাশিয়ান দখলদারদের’ ৪টি ট্যাঙ্ক পোড়ানো হয়েছে। এ সময় ৫০ জন রাশিয়ান সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তারা।

এ ছাড়া এ পর্যন্ত রাশিয়ার ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, খুব ভালোভাবে ক্রামাতোরস্কে তারা রাশিয়ান সেনাদের রুখে দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর এ দাবি উড়িয়ে দিয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া।