
যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মোল্লা (৩০) ও তার পিতা আজিজুর রহমান (৫০)কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে সাংবাদিকের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে মেহেদী হাসান ও তার পিতা আজিজুর হক এলাকার চায়ের দোকানে বসে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন, এমন সময় ওই এলাকার সুমন হোসেন, ফাইমুর, রাব্বি, সোহেল ও নুরুদ্দীনের নেতৃত্বে ১৫ -১৬ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন পিতা-পুত্র, পরে স্থানীয়দের সহযোগিতায় আহতবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পূর্ব শত্রুতার জেরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের নির্দেশে এ হামলা চালানো হয়। প্রশাসনের কাছে — এ সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আটকের জোর দাবি জানাচ্ছি ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ব্যাপারে তারা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। হামলার সাথে জড়িতদের তদন্ত পূর্বক আইনয়ানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
বার্তা/এন
বেনাপোল প্রতিনিধি 







































