
যশোরের বেনাপোলে ১০ হাজার পিস ইয়াবাসহ আলাউদ্দিন বাবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বন্দর এলাকার বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন বাবু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন খবর আসে পোর্ট থানার কাগমারী গ্রামের আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শেষ খবর, জিজ্ঞাসাবাদের জন্য আটক মাদক ব্যবসায়ীকে যশোর র্যাব হেড কোয়ার্টারে নেওয়া হয়েছে।
পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
বার্তা/এন
বেনাপোল প্রতিনিধি 







































