
বেনাপোলে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিমকে (২৫) আটক করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) খুব ভোরে কাগজপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
যশোর ডিবি’র ওসি রুপন কুমার সরকার জানান, গোপন খবরে জেলা ডিবির এসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা সুপার মার্কেটের এক গাড়ী সার্ভিসিং সেন্টারের ভিতর থেকে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ ইব্রাহিমকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বার্তা/এন
বেনাপোল প্রতিনিধি 







































