মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে লোকালয়ে ঢুকে সার্কাসের হাতীর তান্ডব

ছবি-প্রতিনিধি

লালমনিরহাটে পুনাক শিল্প মেলায় আসা সার্কাসের হাতী শিকল ছিড়ে লোকালয়ে প্রবেশ করে তান্ডব চালিয়ে গাছপালা ও দোকানপাট ভাংচুর করেছে। এ সময় হাতিটি দেখতে শত শত মানুষ ভীড় করতে দেখা গেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় হাতিটি শহরের সাহেব পাড়ায় একটি বিলে চলে গিয়ে সে খানে অবস্থান নিয়েছেন। পুলিশ ও হাতীর মাহুত সে খানে অবস্থান করছেন।

এর আগে,সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে শিখল ছিড়ে গাছপালা ও কয়েকটি দোকান ভাংচুর চালান।এ সময় কোন ভাবেই পুরুষ হাতীটি নিয়ন্ত্রণে নিতে পারছে না মাহুত।

হাতীটিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা আসলেও কোন কাজে আসছে না। তবে রংপুরে একটি টিমকে খবর দেয়া হয়েছে।

হাতীর মাহুত মজিবর বলেন, নারী সঙ্গীর খোঁজে হাতীটি এমন বেপরোয়া হয়ে গেছে বলে মনে হচ্ছে। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা আসছে।’ তিনি আরও বলেন, সিরাজগঞ্জ থেকে একটি নারী হাতি আনা হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম বলেন, হাতীটিকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। তবে লোকজন কে হাতীর কাজ থেকে সরিয়ে যেতে বলা হচ্ছে।

বার্তা/এন
জনপ্রিয়

ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

লালমনিরহাটে লোকালয়ে ঢুকে সার্কাসের হাতীর তান্ডব

প্রকাশের সময় : ১০:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

লালমনিরহাটে পুনাক শিল্প মেলায় আসা সার্কাসের হাতী শিকল ছিড়ে লোকালয়ে প্রবেশ করে তান্ডব চালিয়ে গাছপালা ও দোকানপাট ভাংচুর করেছে। এ সময় হাতিটি দেখতে শত শত মানুষ ভীড় করতে দেখা গেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় হাতিটি শহরের সাহেব পাড়ায় একটি বিলে চলে গিয়ে সে খানে অবস্থান নিয়েছেন। পুলিশ ও হাতীর মাহুত সে খানে অবস্থান করছেন।

এর আগে,সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে শিখল ছিড়ে গাছপালা ও কয়েকটি দোকান ভাংচুর চালান।এ সময় কোন ভাবেই পুরুষ হাতীটি নিয়ন্ত্রণে নিতে পারছে না মাহুত।

হাতীটিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা আসলেও কোন কাজে আসছে না। তবে রংপুরে একটি টিমকে খবর দেয়া হয়েছে।

হাতীর মাহুত মজিবর বলেন, নারী সঙ্গীর খোঁজে হাতীটি এমন বেপরোয়া হয়ে গেছে বলে মনে হচ্ছে। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা আসছে।’ তিনি আরও বলেন, সিরাজগঞ্জ থেকে একটি নারী হাতি আনা হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম বলেন, হাতীটিকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। তবে লোকজন কে হাতীর কাজ থেকে সরিয়ে যেতে বলা হচ্ছে।

বার্তা/এন