
যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম (৭৮) নামে একজন বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন। বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে মারুফ হোসেন জানান, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান ছিলেন। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসার সাথেও তিনি জড়িত।
আজ বুধবার সকাল ১০ টার দিকে আনোয়ারুল গ্যাস সিলিন্ডার বাড়ীর উঠানে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ ওই..সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। হাসপাতালে তার মরদেহ রয়েছে।
বার্তা/এন
যশোর অফিস 
























